মিরসরাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধান বীজ ও সার বিতরণ করা হয়েছে।
সোমবার (১৮ এপ্রিল) উপজেলা চত্বরে ২০২১-২২ অর্থবছরে জরিপ-১/২০২২-২৩ মৌসুমি আউশ বৃদ্ধির লক্ষ্যে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা সহায়তা কার্যক্রমের আওতায় এসব সামগ্রী বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমানের সভাপতিত্বে এ অনুষ্ঠান পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, ভাইস চেয়ারম্যান এম আলাউদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা রঘুনাথ নাহা প্রমুখ।
মিরসরাই কৃষি কর্মকর্তা রঘুনাথ নাহা জানান, বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে জরিপ-১/২০২২-২৩ মৌসুমি আউশ বৃদ্ধির লক্ষ্যে কৃষিকদের মাঝে এসব বীজ ও সার বিনামূল্যে দেওয়া হচ্ছে। উপজেলার প্রত্যেকটি ইউনিয়নের ২৫০০ জনের মাঝে এই বীজ ও সার বিতরণ করা হয়েছে।
এমএফ
মন্তব্য নেওয়া বন্ধ।