মিরসরাইয়ে মডেল আশ্রায়ণ প্রকল্পে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

চট্টগ্রামের মিরসরাইয়ে মডেল আশ্রায়ণ প্রকল্পে মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়েছে। ভূমিহীন ও গৃহহীনদের জন্য নির্মিত আশ্রয়ণ প্রকল্পের জমিতে নির্মিত হচ্ছে এই মসজিদ।

সোমবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার সদর ইউনিয়নের কিছমত জাফরাবাদ এলাকায় এই মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন কাজের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান জসিম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান।

এসময় আরও উপস্থিত ছিলেন — মিরসরাই সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামছুল আলম দিদার, খৈইয়াছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুর রহমান জুনু প্রমুখ।

প্রসঙ্গত, মিরসরাই উপজেলায় সরকারি খাসজমির স্বল্পতা থাকায় ব্যক্তিগত জমি ক্রয় করে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে পুণর্বাসনের জন্য ১৯০টি পরিবারের জন্য ২.৬০ একর জমি ক্রয় বাবদ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ৩ কোটি ৬৪ লক্ষ টাকা বরাদ্ধ দেওয়া হয়েছে। সে জায়গায় ১০৯টি ঘর নির্মাণ করা হয়। প্রতিটি ঘর নির্মাণে ব্যায় হয়েছে ২ লাখ ৫৯ হাজার টাকা। যেখানে থাকবে পুকুর, মসজিদ, খেলার মাঠ ও কবরস্থান। পর্যায়ক্রমে এগুলো নির্মাণ করা হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।