চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদের ২ হাজার ৮শ স্যালাইন পেয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। বুধবার (২৭ সেপ্টেম্বর) দুপুরে এই স্যালাইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বুঝিয়ে দেন উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। এ সময় তিনি হাসপাতল পরিদর্শন করে বিভিন্ন রোগীদের খোঁজ খবর নেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যালাইন সংকট থাকায় কলেরা ও ডেঙ্গু রোগীদের জন্য এইসব স্যালাইন দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা নির্বাহী অফিসার মাহফুজা জেরিন, উপজেলা প্রকৌশলী রনী শাহ, ডা. মোহাম্মদ মঈনুল হাসান, সুমন ঘোষ, নাছির উদ্দিন, স্বাস্থ্য কমপ্লেক্সরে ইপিআই কবির হোসেন প্রমুখ।
উপজেলা চেয়ারম্যান মো. জসিম উদ্দিন জানান, উপজেলা পরিষদ থেকে অসহায় ও বিভিন্ন রোগীদের জন্য এসব স্যালাইন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বুঝিয়ে দিয়েছি। ভবিষ্যৎ আরও স্যালাইন দেওয়া হবে বলে তিনি জানান।
মন্তব্য নেওয়া বন্ধ।