মিরসরাই থানায় বেড়েছে সেবার মান

চট্টগ্রামের মিরসরাই থানায় ওসি কবির হোসেন যোগদানের পর থেকে যেন পাল্টে গেছে উপজেলার আইনশৃঙ্খলার চিত্র। কমে এসেছে সাধারণ মানুষের থানাভীতি। যার ফলে সেবা প্রাপ্তির আশায় নির্ভয়ে পুলিশের দ্বারস্থ হচ্ছে মানুষ। এর জন্য ওসি কবির হোসেনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মিরসরাইবাসী।

জানা গেছে, ২০২২ সালের ৬ মার্চ মিরসরাই থানায় যোগদান করেন কবির হোসেন। তখন থেকে সকল শক্তি-অপশক্তিকে উপেক্ষা করে মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার ভিত্তিতে দক্ষতার সঙ্গে কাজ করে যাচ্ছেন তিনি।

এলাকার যুবসমাজ যখন মাদকের ছোবলে ধ্বংসের দ্বারপ্রান্তে তখন মাদকের বিরুদ্ধে রীতিমতো যুদ্ধ ঘোষণা করেছেন তিনি। তার দূরদর্শিতায় উপজেলায় কমে এসেছে মাদক কারবারীদের দৌরাত্ম্য। আর সেবার মাধ্যমে ইতিমধ্যে সকল শ্রেণির মানুষের মন জয় করে নিয়েছেন এ পুলিশ অফিসার।

মিরসরাই উপজেলার সাধারণ মানুষ বলছেন, ওসি কবির হোসেন অত্যন্ত আন্তরিক পুলিশ অফিসার। তিনি যেমন সন্ত্রাস দমনে কাজ করছেন তেমনি সাধারণ মানুষের সকল অভিযোগ শুনে মনযোগ দিয়ে। এছাড়া পরামর্শ ও কাউন্সিলিং এর মাধ্যমে অপরাধ কমাতে এবং সাধারণ ,মানুষের ভোগান্তি লাগবে কাজ করছেন তিনি।
ওসি কবির হোসেন বলেন, চট্টগ্রাম জেলার পুলিশ সুপার এস এম রশিদুল হকের নির্দেশ মোতাবেক মাদক, কিশোর গ্যাং, জুয়া, ইভটিজিং ও সামাজিক অপরাধ দমনে চ্যালেঞ্জ নিয়ে কাজ করেছি।

তিনি বলেন, পুলিশ জনগণের জন্য। জনগণের সেবাই আমাদের কাজ। আর মানিুষের জন্য কাজ করতে পারলে নিজের কর্মে সার্থকতা আসে। আমি যেখানে থাকিনা কেন মানুষের সেবায় নিয়োজিত থাকতে চাই।

প্রসঙ্গত, ওসি কবির হোসেনের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচংয়ে। ব্যাক্তি জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক। তিনি একজন মুক্তিযোদ্বা পরিবারে সন্তান। একজন মানবিক পুলিশ অফিসার হিসেবে খ্যাত,অত্যান্ত,পরিশ্রমী,বিনয়ী,ভদ্র,সদালাপী,মেধাবী,চৌকশ এই পুলিশ অফিসার -সাবেক নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক হিসেবে কর্মরত ছিলেন। এছাড়া তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পুলিশ ফাঁড়ির ইনচার্জ হিসেবেও সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।

মন্তব্য নেওয়া বন্ধ।