মিরসরাই প্রেস ক্লাবের ২০২২-২০২৩ অর্থ বছরের অডিট কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১১ নভেম্বর) বিকেলে এ কমিটি গঠন করা হয়।
মিরসরাই প্রেস ক্লাবের সভাপতি মো. নুরুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত হোসেন মিঠুর সঞ্চালনায় মাসিক সভায় ক্লাবের সিনিয়র সহ-সভাপতি সাইফুল হক সিরাজীকে আহ্বায়ক করে নতুন কমিটি ঘোষণা করা হয়।
কমিটিতে অন্য সদস্যরা হলেন- আবু সাঈদ ভূঁইয়া, দিদারুল আলম, ফিরোজ মাহমুদ, ইকবাল হোসেন জীবন। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সিনিয়র যুগ্ম সম্পাদক এম মাঈন উদ্দিন, যুগ্ম সম্পাদক এম আনোয়ার হোসেন, কোষাধ্যক্ষ মোহাম্মদ ইউসুফ, সাংগঠনিক সম্পাদক আজিজ আজহার, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাদমান সময়, ক্রীড়া সম্পাদক শাফায়েত মেহেদী।
মন্তব্য নেওয়া বন্ধ।