মির্জাপুর প্রবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে হাবিবুর-সাইফুল

মরুর দেশ সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অবস্থানরত চট্টগ্রাম হাটহাজারী উপজেলার ৩ নম্বর মির্জাপুর ইউনিয়ন পরিষদের প্রবাসীদের সংগঠন মির্জাপুর প্রবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটি ৬৩ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।

শনিবার (২৭ জানুয়ারি) আরব আমিরাত সময় ১০টায় উক্ত কমিটির সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান কার্যনির্বাহী কমিটি ২০২৪-২০২৬ ঘোষণা করেন। আরব আমিরাতের বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ হাবিবুর রহমানকে সভাপতি এবং জি এম সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ২০২৪-২০২৬ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে সিনিয়র সভাপতি মোহাম্মদ শাহাজাহান,সহ সভাপতি নূর খালেক,সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আনোয়ার হোসেন সোহেল,অর্থ সম্পাদক সাঈদুল হক শিমুল,দপ্তর সস্পাদক সৈয়দ মোহাম্মদ আলম,তথ্য ও প্রচার সম্পাদক মোহাম্মদ মাহিম উদ্দীন মুন্না,সহ অনেকেই স্হান পেয়েছেন।

উল্লেখ্য, গত এক বছর আগে সংগঠনটি গঠিত হওয়ার পর শীতবস্ত্র বিতরণ,ইফতার সামগ্রী বিতরণ,অসুস্থ রোগীর চিকিৎসাতে সহায়তা প্রদান,মেধাবী শিক্ষার্থীদের সহায়তা প্রদান,ও প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

কমিটির বর্তমান সভাপতি মোহাম্মদ হাবিবুর রহমান চট্টগ্রাম খবরকে বলেন এ সংগঠনটি মূলত মানবিক কাজের জন্য,তাই মানবতাকে বুকে ধারণ করে সাধারণ প্রবাসীদেন কল্যাণে তথা মির্জাপুরের কল্যাণে কাজ করে যাবো।

মন্তব্য নেওয়া বন্ধ।