মিয়ানমারের গুলি এসে পড়লো বাংলাদেশে

বান্দরবান জেলার নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম-তুমব্রু সীমান্তে এলাকায় মিয়ানমারের গোলাগুলি যেন থামছে না। মর্টার শেলের পর এবার মিয়ানমার থেকে ছোড়া গুলি এসে পড়েছে বাংলাদেশের অভ্যন্তরে। আর এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয়রা।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকালে সীমান্তঘেঁষা মিয়ানমার ভূখণ্ডে গোলাগুলি হয়। সেখান থেকে ছোড়া গুলি তুমব্রু এলাকায় এসে পড়েছে। তবে এতে কোন হতাহতের খবর পাওয়া যায়নি।

বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা ফেরদৌস।

স্থানীয় লোকজনেসর বরাত দিয়ে তিনি বলেন, মিয়ানমার থেকে ছোড়া গুলি তুমব্রু সীমান্তের কোনাপাড়া এসে পড়ার খবর শুনেছি। তবে এতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি। মাঝখানে দুইদিন গোলাগুলি বন্ধ থাকার পর সীমান্তের ওপারে আবার গোলাগুলি শুরু হয়েছে।

ঘুমধুম ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড সদস্য মো. আনোয়ার হোসেন জানান, আজ বিকাল সাড়ে ৩টা থেকে গোলাগুলি শুরু হয়। পরে সন্ধ্যার দিকে ৩ নম্বর ওয়ার্ড তমব্রু ঘোনার পাড়া এলাকায় ক্ষুদ্রাস্ত্রের একটি গুলি এসে পড়ার খবর জানিয়েছেন স্থানীয়রা। তবে এতে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

এর আগে , গত ৩ সেপ্টেম্বর সকাল সাড়ে ৯টায় মিয়ানমারের যুদ্ধবিমান থেকে ছোড়া দুটি গোলা বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম এলাকায় পড়ে। তার আগে ২৮ আগস্ট বিকাল ৩টার দিকে মিয়ানমার থেকে নিক্ষেপ করা একটি মর্টারশেল অবিস্ফোরিত অবস্থায় ঘুমধুমের তুমব্রু উত্তর মসজিদের কাছে পড়ে।

মন্তব্য নেওয়া বন্ধ।