আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন বলেছেন, ১৯৭১ সালে নিজের জীবন বাজি রেখে আমরা যুদ্ধ করেছিলাম। কিন্তু আজকে অনেকে যুদ্ধ না করেও খেতাব পেয়ে গেছেন। কোনদিন যুদ্ধের মাঠে না গিয়েও খেতাব পেয়েছেন। তাদের মধ্যে অন্যতম হল জিয়াউর রহমান। আমরা একসাথে ছিলাম। যেখানে যুদ্ধ শুরু হয়েছে সে সেখান থেকে পালিয়ে গিয়েছে। সে ফ্রন্ট ফাইটে ছিল না। বিএনপির আমলে মুক্তিযুদ্ধের ইতিহাসও বিকৃত হয়েছে।
সোমবার (১২ ডিসেম্বর) সকাল ১০টার দিকে নগরের এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়ামের সামনের মাঠে চট্টগ্রাম দক্ষিণ জেলা আয়োজিত ত্রি বার্ষিক সম্মেলনে উদ্বোধকের বক্তব্যে এসব কথা বলেন তিনি।
চট্টগ্রামের প্রয়াত নেতা এম এ আজিজ, এম এ হান্নান, আখতারুজ্জামান চৌধুরী বাবু এবং আতা রহমান কায়সারকে স্মরণ করে তিনি বলেন, সেই সত্তর সালে যারা আমরা নির্বাচিত হয়েছিলাম আজকে আমি ছাড়া আর কেউ জীবিত নাই। আজকে আমার পরম বন্ধু আখতারুজ্জামান বাবু, কায়সার এরা আমার সাথে নাই।
তিনি আবেগাপ্লুত হয়ে বলেন, আমি আজকে বড় একা, আমারও সময় হয়ে আসছে আজকে আমি বলতেই চাই যারা এখন তরুণ আছেন, তারা এগিয়ে নিয়ে যাবে দেশকে।
আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য বলেন, আজকে বলতে চাই, এই চট্টগ্রামে আমাদের অনেক ইতিহাস আছে। এই চট্টগ্রাম প্রীতিলতা ওয়াদ্দেদারের চট্টগ্রাম, সূর্য সেনের চট্টগ্রাম, মহিউদ্দিন চৌধুরীর চট্টগ্রাম। এই চট্টগ্রামে আমরা আন্দোলনে কোনদিনও পিছিয়ে ছিলাম না। সেই শক্তি আমরা মহিউদ্দিন চৌধুরী এবং আখতারুজ্জামান চৌধুরী বাবু এবং আতাউর রহমান খান কায়সারসহ সবার নেতৃত্বে আমরা আন্দোলনে এগিয়ে গিয়েছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন বিরোধী দলে ছিল তখন আমরা অসহযোগ আন্দোলন করেছিলাম। আমরা এই চট্টগ্রামকে অচল করে দিয়েছিলাম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে সমর্থন জানিয়ে তিনি বলেন, এই বিএনপি জামায়াত বাংলাদেশকে একটা অচল করার পায়তারা করছে। প্রধানমন্ত্রী একটা কথা বলেছেন- যে হাতে তারা আক্রমণ করতে আসবে সে হাত ভেঙে দিতে হবে। আগামী দিনে হয়তো এরকম পরিস্থিতি হতে পারে। সেই পরিস্থিতি মোকাবেলা কে করবে? আমাদের যারা নেতাকর্মী আছে তারাই করবে।
মন্তব্য নেওয়া বন্ধ।