প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের চট্টগ্রামের কর্ণফুলীর বীমা গ্রাহক শাহনাজ বেগমের মৃত্যুদাবির দেড় লাখ টাকার চেক নমিনির কাছে হস্তান্তর করেছে। রোববার বিকেলে আনোয়ারার কালাবিবি দীঘি মোড় শাখায় উন্নয়ন সভায় এ চেক হস্তান্তর করা হয়।
সভায় আনোয়ারা শাখার জিএম এন্ড ইনচার্জ মোহাম্মদ ইদ্রিছের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার কর্পোরেট ও চট্টগ্রাম জোনের সহকারী ব্যবস্থাপনা পরিচালক এম. খোরশেদ আলম চৌধুরী, বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম জোন-২-৯ ইভিপি এন্ড ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম, বাঁশখালীর ইভিপি এন্ড ইনচাজ মোহাম্মদ নুরুল আলম, আনোয়ারা শাখারার ডিজিএম মো. মায়মুনুর রশিদ, মাওলানা মোহাম্মদ ইব্রাহিম, মাওলানা মো. আবদুর রশিদ প্রমূখ।
কোম্পানিটি জানায়, কর্ণফুলীর বড়উঠান ইউনিয়নের শাহমীরপুর এলাকার বাসিন্দা শাহনাজ বেগম বার্ষিক এক কিস্তি দিয়ে মারা যান। তাঁর মৃত্যুদাবী বাবদ দেড় লাখ টাকার চেক নমিনি স্বামী রেজাউল করিম ও ছেলে শহিদুল ইসলামের হাতে তুলে দেওয়া হয়েছে। প্রাইম ইসলামী দ্রুততার সঙ্গে সম্মানীত সকল বীমা গ্রাহককে সকল ধরণের বীমা সুবিধা প্রদানে সবসময় অঙ্গিকারাবদ্ধ।
মন্তব্য নেওয়া বন্ধ।