দেশবরেণ্য মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. রিদওয়ান উর রহমান ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (২৫ অক্টোবর) সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকার ল্যাবএইড (ধানমন্ডি) হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। এর আগে ভোরে ম্যাসিভ হার্ট অ্যাটাক হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন ল্যাবএইড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা চৌধুরী মেহের-এ-খোদা দীপ।
অধ্যাপক ডা. মো. রিদওয়ানুর রহমান সর্বশেষ শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে অবসর নেয়ার পর থেকে ইউনিভার্সেল মেডিক্যাল কলেজের রিসার্চ সেন্টারের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে তিনি চট্টগ্রাম মেডিক্যাল কলেজ সহ দেশের বিভিন্ন মেডিক্যাল কলেজে মেডিসিন বিভাগের অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স ছিল ৬৫ বছর।
দেশের স্বাস্থ্যসেবা উন্নয়নে নীতিনির্ধারণ এবং গবেষণা কাজে সম্পৃক্ত ছিলেন ডা. রিদওয়ানুর রহমান। দেশ বিদেশে তাঁর অসংখ্য গবেষণা কর্ম এবং আর্টিকেল প্রশংসিত হয়েছে। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মনিটর এবং পর্য়বেক্ষক হিসেবে পৃথিবীর বহু দেশে দায়িত্ব পালন করেছেন।
মৃত্যুকালে ডা. রিদওয়ান উর রহমান তাঁর স্ত্রী অধ্যাপক ডা. রাশেদা সামাদ (শিশু রোগ বিশেষজ্ঞ), ছেলে ডা. রাইক রিদওয়ান এবং মেয়ে রিদানাহ রাইন রিদওয়ান সহ দেশে-বিদেশে অসংখ্য ছাত্র-ছাত্রী ও গুনগ্রাহী রেখে গেছেন।
চট্টগ্রামের স্বনামধন্য চিকিৎসা সেবা প্রতিষ্ঠান সিএসসিআর এবং গবেষণা প্রতিষ্ঠান এমআরজি (ম্যালেরিয়া রিসার্চ গ্রুপ) অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন ডা. রিদওয়ান উর রহমান।
মরহুমের প্রথম জানাজা বুধবার বাদে জোহর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। দ্বিতীয় জানাজা আগামীকাল বৃহষ্পতিবার বাদে জোহর চট্টগ্রাম মেডিক্যাল কলেজ কেন্দ্রিয় মসজিদ এবং ততীয় জানাজা বাদে আছর জমিয়াতুল ফালাহ মসজিদ মাঠে অনুষ্ঠিত হবে। শুক্রবার বাদে জুমা সাতকানিয়া উপজেলার কাঞ্চনা গ্রামে সর্বশেষ জানাজার পর তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
মন্তব্য নেওয়া বন্ধ।