মেধার ভিত্তিতে চাকুরিতে নিয়োগের দাবীতে সমাবেশ, অবরুদ্ধ ২ নম্বর গেইট

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ও অধিভুক্ত কলেজ ও অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের বাংলা ব্লকেড কর্মসূচিতে অবরুদ্ধ হয়ে পড়েছে নগরীর ২ নম্বার গেইট এলাকা।

রোববার (৭ জুলাই) বিকেল চারটা থেকে শিক্ষার্থীরা ২ নম্বার গেইট এলাকায় অবস্থান নিয়ে মহাসড়ক অবরোধ করে। যার ফলে ২ নম্বার গেইট ও আশেপাশের রোডে যান চলাচল বন্ধ রয়েছে৷
এর আগে শিক্ষার্থীরা ষোলশহর রেলস্টেশনে জড়ো হয়ে সেখানে অবস্থান কর্মসূচি পালন করে। এরপর বিকেল ৪ টার দিকে শিক্ষার্থীরা মিছিল সহকারে ২ নম্বার গেইটের দিকে রওনা হয়। মিছিল ২ নম্বার গেইট এসে পৌছালে শিক্ষার্থীরা গোল হয়ে ২ নম্বার গেইট এলাকায় অবস্থান নেয়।

এসময় সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের “সারা বাংলা খবর দে, কোটা প্রথার কবর দে”, “মেধা না কোটা? মেধা-মেধা”, “মেধাবীদের কান্না, আর না, আর না, কোটার বিরুদ্ধে -লড়াই হবে একসাথে” প্রভৃতি স্লোগান দিতে দেখা যায়।

আন্দোলনকারীরা এসময় বিভিন্ন দাবি জানান। দাবিগুলো হলো- ২০১৮ এর পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে দ্রুত সময়ের মধ্যে সরকারি চাকুরিতে (সকল গ্রেডে) অযৌক্তিক ও বৈষম্যমূলক কোটা বাদ দিতে হবে এবং সংবিধান অনুযায়ী কেবল অনগ্রসর ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কথা বিবেচনা করা যেতে পারে, সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহার করা যাবে না এবং কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দিতে হবে, দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

রিপোর্ট পাঠানোর আগ পর্যন্ত শিক্ষার্থীরা ২ নম্বার গেইট থেকে মিছিল নিয়ে লালখানবাজার মোড়ের দিকে যাত্রা করে।

মন্তব্য নেওয়া বন্ধ।