মেম্বার হোটেলের পরিবেশ নোংরা-অস্বাস্থ্যকর—জরিমানা ৫০ হাজার
পোড়া তেল ব্যবহার করে—ব্রেডকো, নিউ শাহী বেকারী
চট্টগ্রামের মেম্বার হোটেলসহ তিন প্রতিষ্ঠানকে ১ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রামমাণ আদালত।
রোববার (১৪ জুলাই) চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) নির্বাহী ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা ভ্রামম্যাণ আদালত পরিচালনা করেন।
চসিক থেকে জানানো হয়, হোটেল ও বেকারীতে পোঁড়া তেল, রাসায়নিক ব্যবহার, অস্বাস্থ্যকর, নোংরা ও দুর্গন্ধময় পরিবেশে খাদ্য প্রস্তুত এবং বিক্রির দায়ে দুটি বেকারী ও একটি হোটেল মালিকের বিরুদ্ধে মামলা রুজু পূর্বক ১ লক্ষ ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।
ফয়েজ লেকস্থ ব্রেডকো বেকারীকে ৫৫ হাজার, পাহাড়তলী নিউ শাহী বেকারীকে ৩০ হাজার ও পাহাড়তী কলেজ রোডস্থ মেম্বার হোটেলকে ৫০ হাজার।
অভিযান পরিচালনাকালে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা প্রদান করেন।
মন্তব্য নেওয়া বন্ধ।