তীব্র তাপপ্রবাহের মধ্যে দিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড। চলতি সপ্তাহেও এই তাপপ্রবাহ বিদ্যমান থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া কর্মকর্তারা।
আবহাওয়া অফিসের তথ্য মতে, রোববার (৭ জুলাই) তাপমাত্রা ৯০ ফারেনহাট। এ সময় অতিমাত্রায় তাপ অনুভূত হতে পারে বলেও জানানো হয়।
এদিকে সোমবারও আবহাওয়া শুকনো থাকবে। এছাড়া মঙ্গলবার হালকা ঝড় এবং বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত বৃষ্টির সর্বোচ্চ সম্ভাবনা রয়েছে। আগামী সপ্তাহ পুরোটা ঝড়-বৃষ্টিতে পার হতে পারে।
আবহাওয়া অফিস সূত্রে আরও জানা যায়, বৃষ্টি ও ঝড়ের পর তাপমাত্রা কমে ৮০’র কিছুটা ওপরে থাকতে পারে।
প্রসঙ্গত, মেরিল্যান্ডে এলাকার জন্য জাতীয় আবহাওয়া সার্ভিস প্রচুর পরিমাণে তরল পানি পান, শীততাপ নিয়ন্ত্রিত ঘরে থাকতে ও বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্টরা। এছাড়া রাজ্যজুড়ে বাসিন্দাদের নিরাপদ রাখতে কুলিং সেন্টারও খোলা হয়েছে, সেই সাথে গরম মোকাবেলায় নীতিমালাও তৈরি করা হয়েছে।
Maryland of the United States is going through a severe heat wave. Weather officials said this heatwave may persist this week.
According to the Bureau of Meteorology, the temperature on Sunday (July 7) will be 90 degrees Fahrenheit. It is also reported that excessive heat can be felt at this time.
Meanwhile, the weather will remain dry on Monday. Also, light storms are expected on Tuesday and rain is highest from Thursday to Saturday. Next week may be full of storms.
According to Met Office sources, temperatures may drop to slightly above 80’s after rain and storms.
Moreover, for areas in Maryland, the National Weather Service advised people to drink plenty of fluids, stay in air-conditioned rooms and not go outside. Besides, cooling centers have also been opened across the state to keep residents safe, along with measures to combat the heat.
মন্তব্য নেওয়া বন্ধ।