মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

৯টি মোটরসাইকেল উদ্ধার

চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৯টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, হালিশহর থানা পুলিশ চট্টগ্রাম মহানগরী, চট্টগ্রাম জেলা ও কুমিল্লা জেলায় বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে এ সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে আটক করেছে। এসময় ৯টি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উদ্ধার করা মোটরসাইকেলের মধ্যে রয়েছে ছয়টি বাজাজ, দুটি হিরো এবং একটি সুজুকি ব্র্যান্ডের।

জানা যায়, বুধবার (২৩ ফেব্রুয়ারী) হালিশহর থানা এলাকায় বিশেষ অভিযানে মাদার্য্যপাড়া থেকে মোঃ আলমগীর হোসেন (৩৭) ও মো. নাহিদুল ইসলাম নাহিদ (২০) আটকের পর তাদের কাছ থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

পরবর্তীতে জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য মতে অভিযান পরিচালনা করে নাঙ্গলকোট থানা পুলিশের সহায়তায় নাঙ্গলকোট থানাধীন এলাকার মন্নানের (৩৫) দোকান থেকে ৩টি, চৌদ্দগ্রাম থানার বাবুল মিয়ার (৩৪) ঘর থেকে ৪টি এবং আব্দুল মালেক সোহাগের (২৫) থেকে একটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তাদেরকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে বলে জানা গেছে।

মন্তব্য নেওয়া বন্ধ।