তরুণ প্রজন্মের মধ্যে মুজিবাদ ছড়িয়ে দিতে মোহরা মুজিব সৈনিকের ‘জয় বাংলা পাঠাগার’ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন বরণ্য শিক্ষাবিদ আন্তর্জাতিক সমাজ বিজ্ঞানী ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা প্রফেসর ড. অনুপম সেন। এ পাঠাগার মুজিবাদ ও মুক্তিযুদ্ধ সম্পর্কে তরুণ প্রজন্মের সঠিক ধারণা লাভে সহায়ক ভূমিকা পালন করবে বলেও মনের করেন তিনি।
বুধবার (৩০ আগস্ট) বিকেলে নগরীর চান্দগাঁও থানার মোহরা মুজিব চত্বরে জয় বাংলা পাঠাগার উদ্বোধনকালে প্রফেসর ড. অনুপম সেন এসব মন্তব্য করেন।
বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা প্রফেসর ড. অনুপম সেন বলেন, ‘বর্তমানে তথ্য প্রবাহের অবাধ সুযোগে তরুণ প্রজন্মকে বঙ্গবন্ধু, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ সম্পর্কে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করা হচ্ছে৷ ইতিহাসকে বিকৃতভাবে কেউ কেউ অপ্রচার করছে৷ এসব অপ্রচার গুজব ও বিকৃত ইতহাস রোধে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে জয় বাংলা পাঠাগার অগ্রণী ভূমিকা রাখবে।’
তিনি আরও বলেন, ‘হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালি জাতির জনক শেখ মুজিবের নামে প্রতিষ্ঠিত মুজিব সৈনিকরা যে উদ্যোগ নিয়েছে তার জন্য সাধুবাদ জানাই। এই পাঠাগারকে সমৃদ্ধ করতে আমার পক্ষ থেকেও একশটি মুক্তিযুদ্ধের বই উপহার দিব। আশা করি এ পাঠাগার মোহরায় মুজিববাদের চর্চাকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে।’
বাংলাদেশ আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক উপ-কমিটির সাবেক সদস্য আরশেদুল আলম বাচ্চু বলেন, বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের বই দিয়ে এরকম পরিপাটি জয় বাংলা পাঠাগার গড়ে তোলা মুজিব সৈনিক সংগঠনের অত্যন্ত সুন্দর উদ্যোগ। এখানে বই পড়ে এলাকার তরুণ সমাজ সঠিক ইতিহাস জানতে পারবে। আমার ধারণা, চট্টগ্রাম থেকেই ‘জয় বাংলা পাঠাগার’ এর যাত্রা শুরু হয়েছে। আশাকরি, সারা দেশে এটি ছড়িয়ে পরবে।
মুজিব সৈনিকের সভাপতি আসফাক হোসাইন খানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, মোহরা ওয়ার্ড কাউন্সিলর কাজী নুরুল আমীন মামুন, মোহরা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আলম দিদার, মহানগর যুবলীগের সাবেক সদস্য ইকবাল ইকরাম চৌধুরী, মুজিব সৈনিকের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুবেল, তারিকুল ইসলাম চৌধুরী তানিম, ইফতেখার আবেদিন রুবেল সব মুজিব সৈনিকের নেতৃবৃন্দ।
মন্তব্য নেওয়া বন্ধ।