মৌলভীবাজারের চাঞ্চল্যকর ধর্ষণ মামলার প্রধান ধর্ষক সেলিম মিয়াকে চট্টগ্রামের সীতাকুন্ড এলাকা থেকে আটক করেছে র্যাব-৭, চট্টগ্রাম।
মঙ্গলবার (১৪ জুন) বিষয়টি নিশ্চিত করে র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার বলেন, চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার ভাটিয়ারী এলাকায় সোমবার (১৩ জুন) রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার সেলিম মিয়া মৌলভীবাজারের ইন্তাজ মিয়ার ছেলে।
র্যাব জানায়, সেলিম মিয়া মৌলভীবাজার জেলার সদর থানার আমতৈল এলাকার এক নারীকে গত ৫মে বৃহস্পতিবার বিকালে ধর্ষন করে দীর্ঘদিন পলাতক ছিল। এর আগে ধর্ষক সেলিম মিয়া তার পাশের গ্রামের বাসিন্দা ভিকটিমের বাড়ীর সামনে দিয়ে প্রায়ই চলাফেরা করত।
এ বিষয়ে ভিকটিম বাদী হয়ে গত ৭ মে মৌলভীবাজার সদর থানায় একটি মামলা দায়ের করেন।
গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
মন্তব্য নেওয়া বন্ধ।