মৎস্য প্রজননক্ষেত্র রক্ষায় আনোয়ারায় সেমিনার

চট্টগ্রামের আনোয়ারায় প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র রক্ষায় উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে হালদা নদী বিষয়ক স্টেকহোল্ডার উদ্বুদ্ধকরণ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৯ ফেব্রুয়ারী) বিকেলে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তারের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন জেলা মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক নাসিম আল মাহমুদ, প্রধান বক্তা ছিলেন হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্প পরিচালক মুহাম্মদ মিজানুর রহমান।

সেমিনারে হালদা নদীর প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র উন্নয়ন ও ব্যবস্থাপনা প্রকল্পের উদ্দেশ্য ও গুরুত্ব তোলে ধরেন মৎস্য অধিদপ্তর চট্টগ্রামের উপ-সহকারী পরিচালক তৌহিদ হাসান কবির। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রাশিদুল হক।
সেমিনারে জেলে ফারুক (৪০) বলেন, মাছ শিকার ছাড়া আমাদের আর কোন পেশা নেই, সরকার যদি মাছ শিকার বন্ধ রাখে তাহলে আমাদেরকে প্রয়োজনীয় খাবার ব্যবস্থা করতে হবে।

জেলে রাম পদ দাশ বলেন, আমার বাড়ির ৪০ পরিবারের সবাই জেলে, সরকারী আইন মেনে চলতে চেষ্ঠা করব তবে আমাদের খাদ্য সহযোগিতা দেওয়ার অনুরোধ জানাচ্ছি।
ইউপি সদস্য মান্নান আজাদ বলেন, জেলেদের প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের মাধ্যমে মাছ ধরা নিষেধের আইন প্রয়োগ করতে হবে।

সাংবাদিকদের পক্ষে মোরশেদ হোসেন বলেন, কর্ণফুলীসহ বিভিন্ন নদীতে মিঠা পানির প্রবাহ আশংকাজনক হারে কমে আসছে, বিভিন্ন কলকারখানায়ও নদীর পানি নেওয়া হচ্ছে, সব মিলিয়ে হালদারমৎস্য প্রজননে বিরাট নেতিবাচক প্রভাব পড়বে।

সেমিনারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তাহমিনা আক্তার বলেন, দেশের মৎস্য সম্পদ রক্ষা করতে হলে প্রাকৃতিক মৎস্য প্রজননক্ষেত্র হালদা নদী ও সংলগ্ন চারটি নদী ও ১৭ টি খালকে রক্ষায় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে। এজন্য সবার সহযোগিতা প্রয়োজন।

মন্তব্য নেওয়া বন্ধ।