যাত্রী সেজে ছিনতাইকারী চক্রের ‘ভয়ংকর কাণ্ড’, বেরিয়ে এলো পুলিশের তদন্তে
চট্টগ্রামের আনোয়ারায় সিএনজি অটোরিকশা ছিনতাইয়ের দুইদিন পর হাত-পা বাঁধা অবস্থায় পুকুরপাড় থেকে মোহাম্মদ সাজ্জাদ (২৫) নামে এক চালকের লাশ উদ্ধার পুলিশ। ঘটনার পর পুলিশের একটি টিম নামেন ছায়া তদন্তে। তদন্তে বেরিয়ে আসে একেরপর এক ভয়ংকর সব তথ্য।
যাত্রী সেজে ছিনতাইকারী চক্রের অন্যতম সদস্য রাঙামাটির সাইফুলের পরিকল্পনায় পূর্ব থেকে রমজান আলী প্রকাশ আক্কর, মো. হারুন, সুমন ও আশরাফ ওঁৎপেতে ছিলো। পরিকল্পনা মতে সোমবার (১৫ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টার দিকে কানু মাঝির ঘাট বেড়িবাধ নুরুল হকের ফিশারী খামারের পাশে সিএনজি অটোরিকশাটি দাড় করান চক্রের সদস্যরা। এ সময় তারা সিএনজির চালক নিহত সাজ্জাদের মুখ চেপে প্রজেক্টের ভিতরে নিয়ে গামছা দিয়ে মুখ বেঁধে জবাই ও শরীরে আঘাত করে পানিতে ফেলে দেয়।
হত্যাকাণ্ডের পরদিন বুধবার (১৭ সেপ্টেম্বর) নিহতের পিতা মো. নাছির ড্রাইভার (৫০) বাদী হয়ে থানায় একটি হত্যা মামলা দায়ের করলে তদন্তে নামেন থানা পুলিশের বিশেষ একটি টিম। হত্যার রহস্য উদঘাটন করতে গিয়ে বিভিন্ন স্থানের সিসি ফুটেজ ও ঘটনাস্থলে উঠে আসে চক্রটির শিকারের বিভিন্ন ভয়ংকর সব তথ্য।
শনিবার (১১ অক্টোবর) রাতে আনোয়ারা থানায় পুলিশ সুপার সোহানুর রহমান সোহাগ এক সংবাদ সম্মেলনে এসব তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় বটতলী এলাকা থেকে যাত্রী সেজে সিএনজি অটোরিকশা ভাড়া করে সাজ্জাদকে বরুমচড়ার কানু মাঝির ঘাট এলাকায় নিয়ে যায়। পরদিন মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) সকালে উপজেলার বরুমচড়া ইউনিয়নের কানুমাঝির হাট এলাকায় শঙ্খ নদীর পাশে একটি পুকুরপাড় থেকে লাশ উদ্ধার করে পুলিশ। দুপুরে লাশটি থানায় নিয়ে আসলে তার স্বজনরা লাশের পরিচয় নিশ্চিত করেন। নিহত যুবক উপজেলার বারখাইন ইউনিয়নের হাজীগাঁও এলাকার মো. নাছির উদ্দিনের ছেলে।
পুলিশ সংবাদ সম্মেলনে জানায়, এরআগে চোরচক্রের সদস্যরা বিভিন্ন স্থানে যাত্রী সেজে চালকদের আটকে মুখে গামছা বেঁধে মারধরসহ ছিনতাই করতো সঙ্গে থাকা সিএনজি অটোরিকশা। তন্তদে এমনটি ভিডিও পুলিশের হাতে আসে। কোনো এক পথচারী এমন একটি নিযার্তনের ভিডিওটি ধারণ করেন বলেও জানায় পুলিশ।
এ ঘটনায় জড়িত বরুমচড়ার ৯ নম্বর ওয়ার্ডের রমজান আলী প্রকাশ আক্কর, একই এলাকার ৮ নম্বর ওয়ার্ডের মো. হারুনকে শুক্রবার রাতে বরুমছড়া নিজেদের বাড়ি থেকে গ্রেপ্তার করে পুলিশ। এরআগে আরেকটি ঘটনায় চন্দনাইশ এলাকা থেকে গ্রেপ্তার করে কারাগারে পাঠান ঘটনার মুলহোতা সাইফুলকে। তাকে রিমান্ডে আনার জন্য আদালতের কাছে আবেদন করেছে পুলিশ।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, ঘটনার মুলহোতা সাইফুলের বিরুদ্ধে ৩টি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। পুলিশ সাজ্জাদ হত্যাকাণ্ডে জড়িত দুইজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তিনি বলেন, গ্রেপ্তারকৃত দুইজন স্বীকারোক্তি মূলক জবানবন্দী দিয়েছেন আদালতে। হত্যাকাণ্ডে আরও তিনজনের নামও প্রকাশ করে গ্রেপ্তারকৃতরা। ঘটনার জড়িত বাকি আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে বলে জানান ওসি।



মন্তব্য নেওয়া বন্ধ।