চট্টগ্রাম-সন্দ্বীপ রুটে জাহাজ চলাচল ফের চালু হয়েছে। সোমবার (১৮ এপ্রিল) সকালে এমভি আইভি রহমান যান্ত্রিক ত্রুটি কাটিয়ে সন্দ্বীপের ঘাটের উদ্যেশ্যে রওনা করে।
বিষয়টি বিআইডব্লিউটিসির মহা-ব্যবস্থাপক গোপাল চন্দ্র মজুমদার নিশ্চিত করেন। তিনি বলেন, এমভি আইভি রহমান জাহাজে হঠাৎ ইঞ্জিন ও পাখার ত্রুটি দেখা যাওয়াই গতকাল ট্রিপ বাতিল করা হয়। তবে এখন ক্রটিমুক্ত হওয়ায় জাহাজ চলাচল চালু হয়েছে।
এরআগে গতকাল রোববার (১৭ এপ্রিল) সকাল ৯ টায় সন্দ্বীপ ঘাট থেকে চট্টগ্রাম আসার পথে হঠাৎ ইঞ্জিন ও পাখার ত্রুটি দেখা যায়। পরে চট্টগ্রাম থেকে দুপুর ১ টায় সন্দ্বীপে যাওয়ার কথা থাকলেও যান্ত্রিক ত্রুটি থাকায় ট্রিপ বাতিল করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
এমএফ
মন্তব্য নেওয়া বন্ধ।