যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ চলছে

মার্কিন যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। স্থানীয় সময় মঙ্গলবার (৫ নভেম্বর) দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়।

আমেরিকানরা যেভাবেই ভোট দেন না কেন, দেশটির স্থানীয় সময় মঙ্গলবার তৈরি হবে এক ইতিহাস। ভোটাররা হয় এমন একজন প্রেসিডেন্ট নির্বাচিত করবেন যিনি দেশের ইতিহাসে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফিরবেন অথবা এমন একজনকে যিনি দেশের প্রথম নারী প্রেসিডেন্ট হবেন। এ ছাড়া নির্বাচনের ফলাফলের দিকে তাকিয়ে আছে বিশ্বের বিভিন্ন দেশ।

জানা গেছে, আমেরিকার পূর্বাঞ্চলীয় টাইম জোনের আওতাভূক্ত অঞ্চলগুলোতে মঙ্গলবার স্থানীয় সময় সকালে ভোটগ্রহণ শুরু হয়। দেশটিতে প্রথম রাজ্য হিসেবে নিউ হ্যাম্পশায়ারে ভোট শুরু হয় স্থানীয় সময় সকাল ৬টায়। রিপাবলিকান দলীয় ডোনাল্ড ট্রাম্প এবং ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসের মাঝে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।

দেশটিতে ইতোমধ্যে ৮ কোটি ২০ লাখের বেশি মানুষ আগাম ভোট দিয়েছেন। যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচন বেশ ঘটনাবহুল। নির্বাচনের আগে দুটি হত্যাচেষ্টা থেকে বেঁচে গেছেন ডোনাল্ড ট্রাম্প। আর প্রেসিডেন্ট জো বাইডেন নির্বাচনে দৌড় থেকে নিজেকে প্রত্যাহার করে নেওয়ায় ডেমোক্র্যাট শিবিরের প্রার্থী হিসেবে লড়াইয়ের সুযোগ পেয়েছেন কমালা হ্যারিস।

যুক্তরাষ্ট্রের ইতিহাসের প্রথম নারী প্রেসিডেন্ট হওয়ার হাতছানি দিচ্ছে কমালা হ্যারিসের সামনে। কিন্তু সেটি যে খুব সহজে হওয়ার সম্ভাবনা নেই; তার ইঙ্গিত মিলেছে বিভিন্ন মতামত জরিপে। নির্বাচনের আগের বেশিরভাগ মতামত জরিপে ২ থেকে ১ পয়েন্টের ব্যবধান দেখা গেছে এই দুই প্রার্থীর মাঝে।

মন্তব্য নেওয়া বন্ধ।