যুক্তরাষ্ট্রে স্বাধীনতা দিবস উদযাপিত

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন ঘিরে চরম রাজনৈতিক উত্তেজনার মধ্যে উদযাপিত হলো ২৪৮তম স্বাধীনতা দিবস। রাজধানী ওয়াশিংটন ডিসিসহ দেশটির বিভিন্ন রাজ্যে কুচকাওয়াজ, কনসার্ট ও চোখ ধাঁধানো আতশবাজির মধ্য দিয়ে এ জাতীয় দিবসটি উদযাপন করা হয়। খবর নিউইয়র্ক টাইমসের।

স্বাধীনতা দিবস উপলক্ষে নিউইয়র্কের স্ট্যাচু অব লিবার্টিকে বর্ণিল সাজে সজ্জিত করা হয়। এই স্ট্যাচু অব লিবার্টি যুক্তরাষ্ট্রের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক। যতদিন আমেরিকা থাকবে, ততদিন এ ভাস্কর্য স্বাধীনতা ও গণতন্ত্রের প্রতীক হয়ে থাকবে বলে মনে করা হয়।

১৭৭৬ সালের ২ জুলাই ইংল্যান্ডের শাসন থেকে পৃথক হওয়ার জন্য ভোট দেন আমেরিকার দ্বিতীয় কন্টিনেন্টাল কংগ্রেস। এর দুদিন পর স্বাধীনতার ঘোষণাপত্রে চূড়ান্ত অনুমোদন দেয় কংগ্রেস।

কিন্তু পৃথক হতে ব্রিটেনের সঙ্গে চূড়ান্ত স্বাক্ষর ২ আগস্টে অনুষ্ঠিত হলেও প্রতি বছর ৪ জুলাই স্বাধীনতা দিবস উদযাপন করে যুক্তরাষ্ট্র। প্রতি বছর যথাযোগ্য মর্যাদায় যুক্তরাষ্ট্র ও এর বাইরে দিবসটি উদযাপন করা হয়। এবার যুক্তরাষ্ট্রে চরম রাজনৈতিক উত্তেজনার মধ্যে দিবসটি উদযাপিত হচ্ছে।

সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে বিভিন্ন অপরাধে আংশিক দায়মুক্তি দিয়েছে সুপ্রিম কোর্ট, যা নিয়ে বিভক্ত হয়ে পড়েছে দেশটি। প্রেসিডেন্ট বাইডেন আদালতের এ রায় নিয়েও প্রশ্ন তুলেছেন।

অন্যদিকে ট্রাম্পের সঙ্গে বিতর্কে হেরে গেছেন জো বাইডেন। তার বিকল্প কী হতে পারে তা নিয়েও চিন্তিত ক্ষমতাসীন ডেমোক্র্যাটিক পার্টি। যদিও সব সমালোচনা সত্ত্বেও নির্বাচন করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেন।

তবে এক জরিপের ফল বলছে, প্রেসিডেন্ট নির্বাচনের দুই প্রার্থী ট্রাম্প ও বাইডেনের কাউকেই উপযুক্ত মনে করছেন না মার্কিনিরা।

The 248th Independence Day was celebrated amid extreme political tension surrounding the presidential election in the United States. The national day is celebrated with parades, concerts and eye-catching fireworks in various states of the country, including the capital Washington DC. News from New York Times.

The Statue of Liberty in New York is decorated with colorful decorations on the occasion of Independence Day. The Statue of Liberty is a symbol of freedom and democracy in the United States. As long as America exists, this sculpture is believed to be a symbol of freedom and democracy.

On July 2, 1776, America’s Second Continental Congress voted to secede from British rule. Two days later, Congress gave final approval to the Declaration of Independence.

But although the final signing of separation with Britain took place on August 2, the United States celebrates Independence Day on July 4 every year. The day is celebrated annually in the United States and beyond with due respect. The day is being celebrated amid extreme political tension in the United States.

The Supreme Court has granted partial immunity to former President Donald Trump in various crimes, which has divided the country. President Biden also questioned the court’s ruling.

On the other hand, Joe Biden lost the debate with Trump. The ruling Democratic Party is also worried about what could be his alternative. However, despite all the criticism, President Joe Biden announced the election.

However, the results of a survey say that the Americans do not think either of the two candidates for the presidential election, Trump and Biden, are suitable.

মন্তব্য নেওয়া বন্ধ।