চট্টগ্রামের মিরসরাইয়ের বাসিন্দা যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন ইন্তোকাল করেছেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন)। রোববার (২৪ ডিসেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। একই দিন বাদ আছর জানাযা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে উপজেলার মায়ানীর সৈদালী গ্রামে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়।
উপজেলা সহকারি (ভূমি) মিজানুর রহমানের উপস্থিতে পুলিশ সদস্যরা তাকে গার্ড অব অনার প্রদান করেন। জানাযায় ৭১’র রণাঙ্গণে নুর হোসেনের সহযোদ্ধা বীর মুক্তিযোদ্ধাগণ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, মায়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির নিজামী, খৈয়াছরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহফুজুল হক জুনু, উপজেলা আওয়ামী লীগের অর্থ সম্পাদক আবুল হোসেন বাবুল, সদস্য মোহাম্মদ সেলিম উদ্দিনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গরা উপস্থিত ছিলেন।
যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নুর হোসেন মিরসরাই উপজেলার ১৩নং মায়ানী ইউনিয়নের সৈদালী গ্রামে ১৯৪৫ সালে জন্মগ্রহণ করেন। তার বাবা মরহুম আবদুল সাত্তার ও মা মরহুমা রাবেয়া খাতুন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ছয় ছেলে ও ২ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুনগ্রাহী রেখে গেছেন।
বাংলাদেশ জাতীয় গেজেট নং-৪৬৩৪, যুদ্ধাহত গেজেট নং-২২৯৫, ইবিআরসি/কল্যাণ ট্রাস্টের তালিকা নং-২১৮, মুক্তিবার্তা নং-০২০৩০৪১০৭৯, ভারতীয় তালিকা নং-১৯২৯৬, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট নং-৩৯৪৬২১৮, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ইস্যুকৃত সনদপত্র (নং-২০০০৩৮) রয়েছে যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা নুর হোসেনের।
মন্তব্য নেওয়া বন্ধ।