আসন্ন পবিত্র মাহে রমজান উপলক্ষে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ছিনতাই ও চাঁদাবাজি রোধে নগরজুড়ে নিরাপত্তা জোরদার করার পাশাপাশি চালু করা হয়েছে বিশেষ কন্ট্রোল রুম ও হটলাইন। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দামপাড়া পুলিশ লাইনের মাল্টিপারপাস শেডে ব্যবসায়ী ও আর্থিক প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সাথে আয়োজিত সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ।
সভায় জানানো হয়, পবিত্র রমজান মাসে নগরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে সিএমপি’র পক্ষ থেকে বিশেষ কন্ট্রোল রুম চালু করা হবে, যা প্রথম রোজা থেকে কার্যক্রম শুরু করবে। ছিনতাই, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধের বিরুদ্ধে দ্রুত পুলিশি সহায়তা দিতে হটলাইন নম্বর চালু করা হয়েছে। জরুরি প্রয়োজনে নাগরিকরা জাতীয় জরুরি সেবা ৯৯৯ ছাড়াও সিএমপি স্পেশাল কন্ট্রোল রুমের ০১৩২০-০৫৭৯৯৮ এবং ০১৩২০-০৫৪৩৮৪ নম্বরে (শুধুমাত্র রমজান মাসের জন্য) যোগাযোগ করতে পারবেন।
সিএমপি কমিশনার হাসিব আজিজ জানান, সুপারমার্কেট, শপিংমল ও অপরাধপ্রবণ এলাকায় যৌথ বাহিনীর টহল জোরদার করা হবে। পাশাপাশি, নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টে হোন্ডা মোবাইল প্যাট্রোল টিম সক্রিয় থাকবে। ব্যাংক থেকে বড় অঙ্কের টাকা উত্তোলনের ক্ষেত্রে কেউ নিরাপত্তাজনিত শঙ্কায় পড়লে মানি এসকর্ট সেবা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
রমজান মাসে ব্যবসায়ীরা যাতে কোনো ধরনের চাঁদাবাজি বা নিরাপত্তা সংকটে না পড়েন, সে বিষয়ে সিএমপি কঠোর ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানানো হয়। সভায় সিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধি ও সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
মন্তব্য নেওয়া বন্ধ।