আসন্ন পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্য নিয়ন্ত্রণে রাখতে কঠোর পদক্ষেপ নিবেন চট্টগ্রামের বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন। এ নিয়ে গত এক সপ্তাহ ধরে পৌর এলাকার ব্যবসায়ীদের সাথে সিরিজ বৈঠক করছেন মেয়র। তাঁর সাফ কথা ‘রমজানে দেশের কোথায় কি হলো আমার দেখার কিছু নেই। বারইয়ারহাট পৌর বাজারে মূল্য কারসাজি চলবে না। কেউ করলে তা কঠোর হস্তে দমন করা হবে।’
বারইয়ারহাট পৌর নির্বাহী কর্মকর্তা সমর কান্তি চাকমা বলেন, ‘রমজান আসলেই বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ে ব্যবসায়ীরা নানা কারসাজি করেন। এটা নিয়ন্ত্রণে মেয়র সাহেব দৃঢ় প্রতিজ্ঞ। তাঁর সাফ কথা রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য কারসাজি চলবে না। আর মূল্য কারসাজি নিয়ন্ত্রণে ইতোমধ্যে পৌর বাজার ব্যবাসয়ীদের ও ব্যবসায়ী নেতাদের সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করা হয়েছে। দোকানে দোকানে পণ্যের মূল্য তালিকা টাঙানোর সিদ্ধান্ত দেয়া হয়েছে। এটির ব্যর্তয় হলে প্রশাসনিক ব্যবস্থা নেয়ারও ঘোষণা দেয়া হয়েছে।’
জানা গেছে, মিরসরাই উপজেলার সর্ববৃহৎ বাণিজ্যিক এলাকা বারইয়ারহাট পৌর বাজার। এখানে কয়েক হাজার দোকান পাট রয়েছে। যার মধ্যে চার শতাধিকেরও বেশি রয়েছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দোকান। এছাড়া ফুটপাতেও রয়েছে কয়েকশ দোকানপাট। এখানে এতদিন মূল্য কারসাজি ছিলো চোখে পড়ার মতো। আসন্ন রমজান মাসকে ঘিরে পৌর কর্তৃপক্ষের এ উদ্যোগ সাধারণ মানুষ ভোগান্তির পাশাপাশি মূল্য কারসাজির প্রতারণা থেকে রক্ষা পাবে বলে ধারণা করা হচ্ছে।
বারইয়ারহাট পৌরসভার মেয়র রেজাউল করিম খোকন বলেন, ‘আমরা সখ্যাঘরিষ্ঠ মুসলমানের দেশ। অথচ এখানে পবিত্র রমজান মাস আসলেই এক ধরণের অসৎ ব্যবসায়ী মূল্য কারসাজির আশ্রয় নিয়ে মানুষকে প্রতারিত করে, ভোগান্তির মুখে ফেলে। এখানে এসব হতে দেয়া যাবে না। আমি একাধিকবার ব্যবসায়ীদের সাথে বৈঠক করেছি। তাদের সাফ জানিয়ে দেয়া হয়েছে, দেশের কোথায় কি হচ্ছে আমার জানার দরকার নেই। আমার পৌর এলাকায় কোন ধরণের মূল্য কারসাজি করতে দেয়া হবে না।’
মন্তব্য নেওয়া বন্ধ।