রাউজানে পুকুরে ডুবলো দুই শিশু

চট্টগ্রামের রাউজানে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো বোন। সোমবার (৬ নভেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার বাগোয়ান ইউনিয়নের নুরুল ইসলাম সওদাগর বাড়ির ১ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ওই গ্রামের দুবাই প্রবাসী মো. সালাউদ্দিনের মেয়ে সামিরা (৫) ও মো. কামালের মেয়ে রাইখা (৩)।

স্থানীয়রা জানান, সামিরা ও রাইখা সকালে ঘুম থেকে ওঠে চা নাস্তা করে খেলতে বের হয়। সামিরার মা পুকুরে কাপড় ধোয়ার জন্য গেলে দেখতে পান পুকুরে শিশু দুটি ভাসছে। পরে মায়ের চিৎকার শুনে এলাকার লোকজন এসে পুকুর থেকে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য সৈয়দ মো. ইয়াসিন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মন্তব্য নেওয়া বন্ধ।