রাউজানে প্রাইভেট কারের ধাক্কায় প্রাণ গেল শিশুর

চট্টগ্রামের রাউজানে প্রাইভেট কারের ধাক্কায় তিশা আকতার (৬) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত তিশা রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের টমটম চালক মোহাম্মদ নুরুর ছোট মেয়ে বলে জানা যায়।

সোমবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় চট্টগ্রাম-কাপ্তাই সড়কের কাতালপীর শাহ দরগা মাজার গেইট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সন্ধ্যায় খালার বাড়ী থেকে ফেরার পথে গাড়ী থেকে নেমে রাস্তা পার হচ্ছিল সে। এ সময় হঠাৎ চলন্ত প্রাইভেট কার ধাক্কা দিলে পরে যায় সে। পরে তাকে উদ্ধার করে নোয়াপাড়ার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার ওসি আবদুল্লাহ আল হারুন বলেন, গাড়ীটি জব্দ করা হয়েছে। পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।