রাউজানে হোস্টেল থেকে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

0

চট্টগ্রামের রাউজানে স্কুলের হোস্টেল থেকে এনুছাই মার্মা (১৭)নামে এক ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২১ সেপ্টেম্বর) পূর্বগুজরা ইউনিয়নের হোয়ারাপাড়া অগ্রসর স্কুলের হোস্টেল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত এনুছাই মারমা রাঙামাটির রাজস্থলী উপজেলার গ্যানদিয়া ইউনিয়নের পশ্চিম তাইতং পাড়ার অংচাইমা মার্মার মেয়ে। সে হোয়ারাপাড়া অগ্রসর স্কুলের নবম শ্রেণির ছাত্রী।

বিষয়টি নিশ্চিত করে রাউজান থানার উপ-পরিদর্শক (এসআই) বাবুল আজাদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে এক ছাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠিয়েছি।

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm