চট্টগ্রামের রাউজানে ৩ বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। বৃহস্পতিবার (৯ মার্চ) রাত ১১ টায় উপজেলার বাগোয়ান ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের পাঁচখাইন গ্রামের পশ্চিম নাথপাড়ায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ক্ষয়ক্ষতি হয়েছে প্রায় ২৫ লাখ টাকা
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থরা হলেন, রূপায়ন কান্তি নাথ, রুমা দেবী ও স্বপন নাথ।
রাউজান ফায়ার সার্ভিসের ইনচার্জ নজরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।
ইউপি চেয়ারম্যান ভুপেশ বড়ুয়া জানান, রান্না ঘরের লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত ঘটতে পারে বলে প্রাথমিক ধারণা করা হচ্ছে।