রাঙামাটি জেলার বরকল উপজেলার ভূষণছড়া ইউপি’র গুইছড়িস্থ চান্দবী ঘাট পাড়ায় অজ্ঞাত রোগে শিশুসহ ৫ জন গ্রামবাসীর মৃত্যু হয়েছে। দুর্গম এ প্রত্যান্তঞ্চলে আক্রান্ত রয়েছে কমবেশি আরও ১৫ জন। এ ঘটনায় বৃহস্পতিবার (২১ মার্চ) স্বাস্থ্য বিভাগের ৭ সদস্যের মেডিকেল টিম ঘটনাস্থলে পৌঁছেছে।
জেলা স্বাস্থ্য বিভাগ ও স্থানীয়রা জানিয়েছে, চলতি বছরের প্রথম দিকে গ্রামটি অজ্ঞাত এ রোগের প্রাদুর্ভাব দেখা দেয়। প্রাথমিক লক্ষণ হিসেবে হঠাৎ করে শরীর ব্যাথাসহ প্রচন্ড জ্বর হয়। সঙ্গে বমির ভাব এবং শেষে লাগাতার রক্তবমিতে জীবন প্রদীপ সাঙ্গ। এভাবেই এ পর্যন্ত বরকল উপজেলার ভূষণছড়া ইউপির গুইছড়ি চান্দবী ঘাট এলাকায় ৫ জন মারা গেছে। আক্রান্ত আছে আরও কমবেশি ১৫ জন গ্রামবাসী।
স্বাস্থ্য বিভাগের একটি সূত্র জানিয়েছে, পাহাড়ের মানুষ শুটকি জাতীয় খাবার খায়। ডিটিটি পাউডার মিশ্রিত শুটকি জাতীয় কোন তরকারির বিষক্রিয়া থেকে এ অজ্ঞাত রোগ ছড়াতে পারে বলে ধারণা করছে। কারণ আক্রান্ত প্রত্যেকের বমিভাব ও রক্তবমি কমন সিনটম রয়েছে। তারপরও স্বাস্থ্য বিভাগ নমুনা সংগ্রহ করছে।
রাঙামাটি জেলা সিভিল সার্জন ডা. নীহার রঞ্জন নন্দী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার (২১ মার্চ) সকালে বরকল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মংক্যছিং সাগরের নেতৃত্বে ৭ সদস্যের একটি মেডিকেল টিম এলাকায় পৌঁছেছে। তারা চিকিৎসা সেবা প্রদান ও নমুনা সংগ্রহ করেছে। যা ঢাকায় পরীক্ষার জন্য প্রেরণ করা হবে। বটবৃক্ষ কর্তন জনিত পাপের গল্প ও কুসংস্কারের কারণে এতোগুলা লোকের প্রাণ গেল। সঠিক সময়ে স্বাস্থ্য বিভাগের নজরে আনলে এতো লোকজন মরতো না।
মন্তব্য নেওয়া বন্ধ।