রাঙামাটিতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে রাঙামাটিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রাঙামাটি জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর শুরুতে বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা জানানো হয়।

শুক্রবার (২৩ জুন) সকালে জেলা আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি চিংকিউ রোয়াজা।

এ সময় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নিখিল কুমার চাকমা, অংসুইপ্রু চৌধুরী, সাধারণ সম্পাদক হাজী মো. মুছা মাতব্বর প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাওয়াল উদ্দিন।

এতে আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।

মন্তব্য নেওয়া বন্ধ।