রাঙামাটিতে আগুনে পুড়লো ১৬ বসতঘর

0

রাঙামাটি শহরের ঘনবসতিপূর্ণ রির্জাভ বাজার এলাকায় আগুনে পুড়ে ছাই হয়ে গেছে ১৬টি বসতঘর। ভাড়াটিয়ার লাকড়ির চুলা থেকে আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে।

শনিবার (১৯ নভেম্বর) দুপুরে মহসনি কলোনীতে (তৈয়বিয়া পাহাড়) এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, প্রথম দিকে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করেন। পরে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

রাঙামাটি ফায়ার সার্ভিসের উপ-সরকারী পরিচালক মো. ইকবাল হোসেন জানান, তিনটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতি ও আগুন লাগার কারণ তদন্তের পর জানা যাবে।

জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, “আমি খবর পেয়ে ঘটনাস্থলে এসেছি। ক্ষতিগ্রস্তদের তালিকা করার পর ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। বিষয়টি স্থানীয় কাউন্সিলরদের দেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।”

আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।

ksrm