রাঙামাটিতে মংসাথোয়াই মারমা (৪৯) নামের এক কৃষককে রাতের আঁধারে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের ৮নম্বর ওয়ার্ড আগাপাড়া এলাকার বাসিন্দা।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল আজম বাবু।
জানা যায়, সোমবার ভোর ৪টার দিকে একদল দুর্বৃত্তরা পাড়ায় এসে মংসাথোয়াই মারমাকে প্রচন্ড পিটিয়ে হত্যা করে চলে যায়।
সকালে এলাকাবাসী চন্দ্রঘোনা থানায় খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছে বলে জানান চন্দ্রঘানা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফিউল আজম বাবু।
এদিকে, ঘটনার পর থেকে এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
মন্তব্য নেওয়া বন্ধ।