রাঙামাটিতে গাছবোঝাই ট্রাকে গুলি, চালক আহত

রাঙামাটি-চট্টগ্রাাম সড়কে গাছবোঝাই ট্রাকে গুলি চালিয়েছে দুর্বৃত্তরা। এতে সৈয়দ আলম (৩২) গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে রাঙামাটির সদর উপজেলার দেপ্পোছড়ি নামক এলাকায় এ ঘটনা ঘটে বলে জানায় পুলিশ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র থেকে জানা যায়, রাঙামাটি থেকে গাছ বোঝাই করে ঢাকা যাওয়ার পথে পাহাড় থেকে ট্রাকে গুলি করে দুর্বৃত্তরা। এতে চালক পায়ে গুলি লেগে আহত হন। চাকায় গুলি লাগায় ট্রাকটির সামনের চাকা ফেটে যায়। পুলিশ ও সেনাবাহিনীর চারটি দল ঘটনাস্থল পরিদর্শন করে। এ ঘটনায় ব্যবসায়ী ও শ্রমিকদের মাঝে আতঙ্ক বিরাজ করছে। ঘটনায় জড়িতদের ধরতে অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী। তবে কী কারণে এই হামলা তা বলতে পারছেন না ব্যবসায়ীরা।

কাঠ ব্যবসায়ী সমিতির সহ সাধারণ সম্পাদক আবু বক্কর বলেন, দীন ইসলাম নামের এক কাঠ ব্যবসায়ীর গাড়ি ছিল এটি। রাঙামাটি চট্টগ্রাম নহাসড়কের দেপ্পোছড়ি নামকস্থানে এ ঘটনাটি ঘটে। কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে আমরা তা জানি না।

রাঙ্গামাটি কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, গাছের গাড়িতে দুর্বৃত্তরা গুলি করেছে। ট্রাকের চাকায় ও চালকের পায়ে গুলি লেগেছে। চালক বর্তমানে রাঙামাটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। আমরা ঘটনাস্থলে আছি। কে বা কারা এই ধরণের ঘটনা ঘটিয়েছে তা আমরা খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেব।

প্রসঙ্গত, চলতি বছরের ২৫ জানুয়ারি একই এলাকায় চাঁদার দাবিতে গাছের গাড়িতে ৪০-৫০ রাউন্ড গুলি করে সন্ত্রাসীরা।

মন্তব্য নেওয়া বন্ধ।