রাঙামাটিতে দেশের খ্যাতনামা দুই ফটো সাংবাদিককে সংবর্ধনা

রাঙামাটিতে দেশের ফটো সাংবাদিকদের প্রথম অনলাইন নিউজ পোর্টাল পোট্রেটনিউ টোয়েন্টিফোরডটকম’র পক্ষ থেকে দেশের খ্যাতনামা দুই আলোকচিত্র সাংবাদিককে আজীবন সম্মাননা প্রদান করা হয়েছে।
সংবর্ধিত আলোকচিত্রীরা হলেন- বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন এর প্রতিষ্ঠাতা সদস্য রয়টার্সের এবিএম রফিকুল ইসলাম ও বাংলাদেশ ফটো জার্নালিষ্ট এসোসিয়েশনের সাবেক সভাপতি একেএম মহসিন।

শুক্রবার (১৬ জুন) সকালে রাঙামাটি প্রেস ক্লাবের সম্মেলন কক্ষে আয়োজিত দেশেরর ফটো সাংবাদিকদের এক সন্মেলন অনুষ্ঠানে রাঙামাটির পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী দুই ফটো সাংবাদিকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন।

রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেলের সভাপতিত্বে এবং অনলাইন পোট্রেট নিউজ টুয়েন্টি ফোর এর সম্পাদক রুপম চক্রবর্ত্তীর সঞ্চালনায় প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন, রাঙামাটি পৌরসভা মেয়র মো: আকবর হোসেন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন, সংবর্ধিত অতিথি আন্তর্জাতিক খ্যাতনামা আলোকচিত্র সাংবাদিক এবিএম রফিকুর রহমান, আলোকচিত্র সাংবাদিক একেএম মহসিন, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক একেএম মকছুদ আহমদসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নারায়নগঞ্জ, রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের ২০ জন আলোকচিত্রী সাংবাদিক অংশ নেন।

মন্তব্য নেওয়া বন্ধ।