রাঙামাটিতে ধর্ষণ মামলায় ২ জনের ১৪ বছরের কারাদণ্ড

রাঙামাটিতে ধর্ষণ মামলায় অভিযুক্ত দুই জনকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড, প্রত্যেককে ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ডের আদেশ দিয়েছে আদালত।

সোমবার (১৭ জুলাই) দুপুরে রাঙামাটি বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক মো. সহিদুল ইসলামের আদালত এই রায় প্রদান করেন।

আসামিদের দুইজনের মধ্যে ছিদ্দিক মিয়া পলাতক রয়েছে এবং আটক আরেকজন আসামি মো. ইউসুফ রাঙামাটি জেলা কারাগারে রয়েছেন। আদালত আসামি ছিদ্দিক মিয়া পালাতক থাকায় তাকে দ্রুত গ্রেফতারের নির্দেশ প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে, ১৯৯১ সালের ২২ নভেম্বর ১৭ বছরের এক কিশোরীকে বিদ্যালয় থেকে বাড়ি ফিরার পথে অভিযুক্ত মো. ইউছুফ ও মো. ছিদ্দিক মিয়া কাপ্তাই হ্রদের মাঝখানে সাম্পানে জোরপূর্বক ধর্ষণ করে।

ঘটনাটি জানাজানি হলে ভুক্তভোগীর পরিবার অভিযুক্ত আসামীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দাখিল করেন। পরে দুই আসামির মধ্যে মো. ইউসুফকে গ্রেপ্তার করে পুলিশ আদালতে হাজির করলে মামলার বিচার কার্যক্রম শুরু হয়। দীর্ঘ বছরের সাক্ষী প্রমাণের ভিত্তিতে আদালত ১৯৮৩ সালের নারী নির্যাতন অধ্যাদেশ ৪ এর (গ) ধারায় আসামিদের দোষী সাব্যস্ত করেন রাঙামাটি বিশেষ ট্রাইব্যুনাল নং-১ বিচারিক আদালত।

এ বিষয়ে রাঙামাটি জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. রফিকুল ইসলাম বলেন, আদালতের রায়ে আমরা সন্তুষ্ট। তথ্য প্রমাণের ভিত্তিতে এটি একটি সন্তুষ্টজনক রায় হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।