আবারও বেপরোয়া হয়ে উঠেছে পাহাড়ের আঞ্চলিক দলীয় সশস্ত্র সন্ত্রাসীরা।সাম্প্রতিক সময়ে সড়কের ওপর কাঠভর্তি ট্রাকে ব্রাশ ফায়ার, কাপ্তাইয়ে নিরাপত্তাবাহিনীর ওপর গুলি বর্ষণের পর এবার পর্যটকবাহী বোটে আগুন লাগিয়ে জ্বালিয়ে দিয়েছে এসব সন্ত্রাসীরা।
শুক্রবার (১০ নভেম্বর) বেলা সাড়ে ১১টার সময় রাঙামাটির সুবলংয়ের বসন্ত এলাকায় সন্ত্রাসীরা ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটিয়েছে। এতে বোটটির ৮০ শতাংশই পুড়ে গেছে।
বোট মালিক জানিয়েছেন, রাঙামাটির ঝুলন্ত সেতুর পর্যটন ঘাট থেকে ৭ জনের একদল পর্যটককে নিয়ে কাপ্তাই হ্রদ দিয়ে সুবলং ঝর্ণায় যাওয়ার সময় বসন্ত এলাকায় গেলে একদল পাহাড়ি সন্ত্রাসী বোটটিকে আটকিয়ে পর্যটকদের নামিয়ে দিয়ে বোটটি নিয়ে একটু দূরে গিয়ে অকটেন ঢেলে বোটটি জ্বালিয়ে দেয়। মুহুূর্তের মধ্যেই ফাইভার বডির বোটটি প্রায় সম্পূর্ণ জ্বলে যায়। এতে করে প্রায় সাড়ে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে বোটের মালিকপক্ষ জানিয়েছে।
রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, আমরা খবরটি জেনে ঘটনাস্থলে রওয়ানা দিয়েছি ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জানাতে পারবো।
মন্তব্য নেওয়া বন্ধ।