রাঙামাটিতে বাজার মনিটরিংয়ে ডিসি-এসপি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাঙামাটিতে বাজার মনিটরিং করেছেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

মঙ্গলবার (২৭ জুন) দুপুরে জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও পুলিশ সুপার মীর আবু তৌহিদ প্রথমে বনরূপা বাজার মনিটরিং করেন।

এ সময় তারা ব্যবসায়ীদের দ্রব্যের মূল্য বেশি না রাখা এবং সরবরাহ স্বাভাবিক রাখার পরামর্শ দেন। কোনো ব্যবসায়ী অসাধু উপায় অবলম্বন করে বেশি মুনাফা না করতে আহ্বান জানান তারা।

জেলা প্রশাসক ও পুলিশ সুপার বাজার মনিটরিং শেষে শহরের একমাত্র পশুর হাট পরিদর্শনে যান। এ সময় তারা ব্যবসায়ী ও ক্রেতাদের সাথে কথা বলেন এবং তাদের সমস্যা ও সমাধানের বিষয়ে আলোচনা করেন।

মন্তব্য নেওয়া বন্ধ।