রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়কে রাঙামাটিগামী একটি যাত্রীবাহী পাহাড়িকা বাস উল্টে গেছে। শুক্রবার (২৯ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটেছে বলে সূত্রে জানা যায়।
জানা গেছে, চট্টগ্রাম থেকে রাঙামাটিগামী পাহাড়িকা সুপার সার্ভিস পরিবহনের গাড়িটি রাঙামাটি সদর উপজেলার মানিকছড়ি রাবার বাগান এলাকায় উল্টে যায়। এতে অন্তত ১৫ জন যাত্রী আহত হয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
রাঙামাটির অতিরিক্ত জেলাপ্রশাসক (সার্বিক) মোহাম্মদ রুহুল আমীন বাস দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, চট্টগ্রাম থেকে রাঙামাটিগামী একটি পাহাড়িকা বাস সকাল সাড়ে ৯টার দিকে মানিকছড়ি রাবার বাগান এলাকায় উল্টে যায়। এতে বাসের অন্তত ২২ যাত্রী আহত হয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
মন্তব্য নেওয়া বন্ধ।