রাঙামাটিতে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

রাঙামাটিতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৪ জন। এর মধ্যে তাৎক্ষণিকভাবে একজনকে চট্টগ্রামে উন্নত চিকিৎসা দিতে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

শনিবার (৪ নভেম্বর) দুপুরে জেলা শহরের ভেদভেদী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- অটোরিকশা চালক পিন্টু চাকমা (২২) ও গরমিলা চাকমা (৪৫)।

রাঙামাটি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. শওকত আকবর বলেন, দুর্ঘটনায় আহতদের চিকিৎসা প্রদান করা হচ্ছে।

রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশের একটি দল পরিদর্শন করেছে। অভিযোগের ভিত্তিতে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মন্তব্য নেওয়া বন্ধ।