রাঙামাটিতে বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেফতার

রাঙামাটির লংগদু উপজেলায় বিয়ের প্রলোভনে কিশোরীকে ধর্ষণের অভিযোগে মোহাম্মদ মনির (৩০) নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শনিবার (২২ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন লংগদু থানার ওসি ফেরদৌস ওয়াহিদ ।

গ্রেফতার যুবক মোহাম্মদ মনির (৩০) লংগদু উপজেলার আটরকছড়া ইউনিয়নের তিন ব্রিজ বটতলা এলাকার আমির হোসেনের ছেলে।

ভুক্তভোগীর পিতা জানান, গত বুধবার রাতে হঠাৎ মেয়েকে খুঁজে না পেয়ে প্রতিবেশী মনিরের বাসায় যান তিনি। সেখানে তাকে না পেয়ে তামাক ক্ষেতে খুঁজতে গেলে মনির মানুষ দেখে পালাতে চেষ্টা করেন। এরপর এলাকার লোকজন তাকে আটক করে। পরবর্তীতে স্থানীয়দের জিজ্ঞাসাবাদে মনির জানায় কিশোরী তামাক চুল্লির ঘরে আছে। পরে পরিবারের সদস্যরা কিশোরীকে উদ্ধার করে।

এ সময় স্থানীয়রা তাকে আটক করে জিজ্ঞাসা করলে কিশোরীকে ধর্ষণের বিষয়টি স্বীকার করে মনির। পরে তার স্বীকারোক্তিতে সেখান থেকে ধর্ষণের আলামতসহ কিশোরীকে উদ্ধার করা হয়।

লংগদু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বলেন, ভুক্তভোগী কিশোরীর বাবা ঘটনার রাতেই থানায় গিয়ে অভিযোগ করলে মনিরকে গ্রেপ্তার করতে তাৎক্ষণিক ঘটনাস্থলে যায় থানা পুলিশের দল। তবে আসামি তার আগেই পালিয়ে যাওয়ায় গ্রেপ্তার করা সম্ভব হয়নি। শুক্রবার কিশোরীর বাবা থানায় ধর্ষণ মামলা দায়ের পর অভিযানে তাকে গ্রেফতার করা হয়।। ভুক্তভোগী কিশোরীর মেডিকেল পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।