রাঙামাটিতে বুকে গুলি চালিয়ে হাসপাতালে পুলিশ সদস্য

রাঙামাটির কাউখালী উপজেলার বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রে নিয়োজিত এক পুলিশ কনস্টেবল নিজের বুকে রাইফেল ঠেকিয়ে গুলি করেছেন। শনিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে। রোববার (১৯ নভেম্বর) তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।

আহত পুলিশ সদস্য মো. মোতাহের হোসেন খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বাসিন্দা। রাঙামাটির কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পারভেজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্র জানিয়েছে, শনিবার বেতবুনিয়া ভূ-উপগ্রহ কেন্দ্রের পাহাড়ের ওপর টাওয়ার পোস্টে দায়িত্ব পালন করেছিলেন মোতাহার। পাহাড়ের ওপর পুলিশ সদস্যদের থাকার জন্য ব্যারাক রয়েছে। দায়িত্বপালন শেষে নিজ রুমে গিয়ে বিছানায় বসে কনস্টেবল মোতাহার হোসেন নিজের কাছে থাকা রাইফেল দিয়ে বুকের ডান পাশে একটি গুলি করেন। গুলির শব্দ পেয়ে সঙ্গে থাকা অন্য পুলিশ সদস্যরা এগিয়ে গিয়ে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে চট্টগ্রামের রাউজান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

রাঙামাটির পুলিশ সুপার মীর আবু তৌহিদ বলেন, আমাদের এক কনস্টেবল নিজের রাইফেল দিয়ে বুকে গুলি করেছেন। তার নাম মোতাহার। তাকে চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজে নেওয়া হয়েছে। সেখানে তার চিকিৎসা চলমান রয়েছে।

মন্তব্য নেওয়া বন্ধ।