রাঙামাটিতে মঞ্চস্থ হলো রুপনা চাকমার জীবনী নিয়ে রচিত নাটক ‘দুরন্ত রুপনা’

রাঙামাটিতে মঞ্চস্থ হলো সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশিপের সেরা গোলরক্ষক রূপনা চাকমার জীবনী নিয়ে রচিত নাটক ‘দুরন্ত রুপনা’ । শুক্রবার (১৬ জুন) রাতে জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে রাঙামাটির ক্ষুদ্র নৃগোষ্ঠী সাংস্কৃতিক ইন্সটিটিউট অডিটোরিয়াম মঞ্চে নাটকটি পরিবেশন করা হয়।

নাটকে রুপনার জীবনের গল্প তুলে ধরা হয়েছে। নাটকের মাধ্যমে তার জন্ম থেকে বেড়ে ওঠা, ফুটবলের সঙ্গে সখ্যতা ও ফুটবলার হয়ে উঠার গল্প ফুটিয়ে তোলা হয়েছে।

দর্শক মনি পাহাড়ি বলেন, অনেক মঞ্চ নাটক দেখেছি। কিন্তু এটি ছিল ভিন্ন ধরনের নাটক। যেখানে দুর্গম পাহাড়ে জন্ম নেওয়া এক রুপনার সাফল্যের গল্প মঞ্চ নাটকের মাধ্যমে তুলে ধরা হয়েছে। যা অনেকের মন কেড়েছে।

আরেক দর্শক ইয়াছিন রানা বলেন, মঞ্চ নাটক অনেকটা হারিয়ে যেতে বসেছে। আজ রুপনার কঠিন পথ পাড়ি দেওয়া গল্পটা সুন্দর ভাবে নাটকে ফুটিয়ে তোলা হয়েছে। এর মাধ্যমে পাহাড়ে লুকিয়ে থাকা হাজার রুপনাকে খুঁজে বের করা যাবে।

রুপনার চরিত্র কাজ করা খুদে শিল্পী কথা চাকমা বলেন, রাত দিন পরিশ্রম করেছি। নাটকে রুপনার চরিত্রটাই মূল ভূমিকা ছিল। তার কষ্ট ও সফল জীবনের গল্পটা তুলে ধরতে পেরে খুব ভালো লাগছে।

রাঙামাটিতে মঞ্চস্থ হলো রুপনা চাকমার জীবনী নিয়ে রচিত নাটক ‘দুরন্ত রুপনা’ 1

ফুটবলার রুপনাকে নিয়ে মঞ্চস্থ ‘দূরন্ত রুপনা’ নাটকের রচয়িতা ও নির্দেশক সোহেল রানা বলেন, কাজটা খুব সহজ ছিল না। এটি রচনা করতে গ্রামের অনেকের সঙ্গে দিনের পর দিন কথা বলেছি। সফল রুপনার জীবনের পেছনে যে কষ্টটা লুকিয়ে ছিল, সেটাই নাটকের মাধ্যমে তুলে ধরার চেষ্টা ছিল আমাদের।

রাঙামাটি জেলা কালচারাল অফিসার অনুসিনথিয়া চাকমা বলেন, দুরন্ত রুপনা নাটকটির মঞ্চায়ন হবে জাতীয় শিশু ও যুব নাট্যোৎসবে। যেখানে অভিনয় করবে স্থানীয় ২৫ জন শিল্পী।

মন্তব্য নেওয়া বন্ধ।