রাঙামাটির কাউখালীতে প্রথম শ্রেণী পড়ুয়া স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা মামলায় গোপাল কৃঞ্চ নাথ (৬০) নামে একজনকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল। সেইসাথে ৫ লাখ টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (৩০ নভেম্বর) দুপুরে রাঙামাটির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ ই এম ইসমাইল হোসেন এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামি রাঙ্গুনিয়া উপজেলার স্বনির্ভর ইউনিয়নের দক্ষিণ সাবেক রাঙ্গুনিয়ার মৃত অম্লদা চরণ নাথের ছেলে। তিনি কাউখালীর ঘাগড়া ইউনিয়নের মুসলিম পাড়ায় সিরাজ সওদাগরের বাড়িতে ভাড়া থাকেন।
আদালত সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২১ এপ্রিল বিকেলে কাউখালী পোয়া বাজার এলাকায় মীর সুপার মার্কেটে এক শিশুকে ধর্ষণের চেষ্টা করেন ওই ব্যক্তি। ঘটনার পরের দিন শিশুটির বাবা কাউখালী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।
নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি সাইফুল ইসলাম অভি বলেন, আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ আমরা প্রমাণ করতে পারায় আদালত এ দণ্ড দিয়েছেন। রাঙামাটির জন্য এটি একটি যুগান্তকারী রায় হয়েছে। আদালতের রায়ে আমরা খুবই সন্তুষ্ট। আশা করছি এ রায় দ্রুত কার্যকর হবে।
মন্তব্য নেওয়া বন্ধ।