রাঙামাটিতে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে সাড়ে ৩ কোটি টাকার বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) সকাল ১০টায় শহরের তবলছড়ি বাজার হতে মাস্টার কলোনী পর্যন্ত সংযোগ ব্রীজ, মানিকছড়ি মিশন হোস্টেল, লেমুছড়ি মসজিদ, উন্নয়ন বোর্ডের স্টাফ ডরমেটরিসহ বেশ কয়েকটি প্রকল্পের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
এ সময় উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, সহকারী প্রকৌশলী খোরশেদ আলম, ৩ নম্বর ওয়ার্ডের পৌর কাউন্সিলর পুলক দে, ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. নুরুন্নবীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ সময় নিখিল কুমার চাকমা বলেন, বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সমতলের ন্যায় পাহাড়েও প্রতিটি সেক্টরে ব্যাপক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। উন্নয়নের এই ধারাবাহিকতা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানানো হয়।
মন্তব্য নেওয়া বন্ধ।