রাঙামাটিতে স্কুলছাত্রী ধর্ষণ মামলায় প্রধান শিক্ষকের যাবজ্জীবন

রাঙামাটিতে বিদ্যালয়ের কক্ষে আটকে রেখে এক ছাত্রীকে ধর্ষণ মামলায় বিদ্যালয়ের প্রধান শিক্ষককে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ লাখ টাকা জরিমানা করেছে রাঙ্গামাটি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এইচ এম ইসমাইল হোসেন এ রায় প্রদান করেন।

সাজাপ্রাপ্ত আসামির নাম মো. আব্দুর রহিম। তিনি জেলার লংগদু উপজেলার করল্যাছড়ি আর এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাজীব চাকমা বলেন, আদালত যে রায় দিয়েছেন, এ রায়ে আমরা খুশি।

তবে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. মোখতার আহমেদ বলেন, আমরা এ রায়ে খুশি না। এ মামলায় আমরা ন্যায় বিচার পাইনি। আমরা উচ্চ আদালতে রায়ের বিরুদ্ধে আপিল করব।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি সাইফুল ইসলাম অভি জানান, আসামি দোষী সাব্যস্ত হওয়ায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করেছেন।

তিনি আরও বলেন, জরিমানা পরিশোধ করতে ব্যর্থ হলে বিধি মোতাবেক আগামী ৯০ দিনের মধ্যে আসামির মালিকানাধীন স্থাবর বা অস্থাবর সম্পত্তির নিলাম করা হবে।

প্রসঙ্গত, ২০২০ সালের ২৫ সেপ্টেম্বর করল্যাছড়ি আর এস উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে বিদ্যালয়ের কক্ষে আটকে রেখে ধর্ষণ করেন প্রধান শিক্ষক মো. আব্দুর রহিম। এ ঘটনা কাউকে না জানাতে হুমকি দিলে ভুক্তভোগী প্রথমে ভয়ে কাউকে জানায়নি। পরে ওই বছরের ৫ অক্টোবর ভুক্তভোগী ছাত্রীর পরিবার ওই শিক্ষকের বিরুদ্ধে লংগদু থানায় ধর্ষণ মামলা দায়ের করে।

মন্তব্য নেওয়া বন্ধ।