বাংলাদেশ শিল্পকলা একাডেমির বহুভাষিক উৎসবের অংশ হিসেবে রাঙামাটিতে “স্বপ্নের বয়ান” নাট্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ নাট্য পরিবেশিত হয়।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের আয়োজনে এবং রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় এই নাট্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়। রাঙামাটি জেলা পরিষদের সহযোগিতায় আয়োজিত এ নাটকে নির্দেশনা দিয়েছেন নাট্য নির্দেশক পীযূষ সিকদার, সহকারী নির্দেশনায় ছিলেন নাট্য প্রশিক্ষক মো. সোহেল রানা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা শিল্পকলা একাডেমির কালচারাল অফিসার নাহিদ নাজিয়া। নাটকে অভিনয় করেছেন জেলা শিল্পকলা একাডেমির নাট্য বিভাগের প্রশিক্ষণার্থী ও সদস্যরা।
আয়োজকরা জানান, এ ধরনের নাট্য আয়োজন জেলার সাংস্কৃতিক অগ্রগতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং স্থানীয় নাট্যচর্চাকে আরও সমৃদ্ধ করবে। দর্শকদের উচ্ছ্বাস ও প্রশংসায় মুখরিত এ নাট্য সন্ধ্যায় সংস্কৃতিপ্রেমীদের উপচে পড়া ভিড় ছিল।
মন্তব্য নেওয়া বন্ধ।