রাঙামাটিতে ১১ কেজি গাঁজা ও ৮২ লিটার চোলাইমদসহ কমল বিকাশ চাকমা (৪৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
শনিবার (২৩ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার। এরআগে শুক্রবার (২২ এপ্রিল) বিকাল ৩টায় চট্টগ্রাম-রাঙামাটি সড়কের ফিশারিঘাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার কমল বিকাশ চাকমা রাঙামাটির কোতোয়ালী থানার পূর্ব বিহারপুরের ছেলে নীল মোহন চাকমা।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার বলেন, রাঙামাটির কোতয়ালী থানার ফিশারিঘাট এলাকায় মাদক বিক্রির খবর পেয়ে গতকাল শুক্রবার বিকেল ৩টায় অভিযান পরিচালনা করে র্যাবের সদস্যরা। এ সময় কমল বিকাশ চাকমাকে ১১ কেজি গাঁজা ও ৮২ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার করা হয়।
তিনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, কমল বিকাশ চাকমা মদ-গাঁজা বিক্রি করে এলাকার বিভিন্ন লোককে মাদকাসক্ত করেছে। তার কাছে উদ্ধার মাদকের আনুমানিক মূল্য ২ লাখ ৩০ হাজার টাকা। গ্রেপ্তার বিকাশকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এমএফ
মন্তব্য নেওয়া বন্ধ।