রাঙামাটির ‘চোলাই মদ’ টাইগারপাস বিক্রি করতেন দুই বোন

রাঙামাটি থেকে চট্টগ্রাম নগরীর টাইগারপাস এলাকায় চড়া দামে চোলাই মদ বিক্রি করতেন দুই বোন। নিজেরাই শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে পাচার করতেন এসব মদ।

বৃহস্পতিবার (৩০ মে) রাতে রাঙামাটির চন্দ্রঘোনা থানা পুলিশের অভিযানে গ্রেপ্তারের পর বেরিয়ে আসে দুই বোনের মাদক কারবারের এমন তথ্য।

পুলিশ জানায়, চন্দ্রঘোনা থানাধীন বাঙালহালিয়া এলাকা হতে শরীরে স্কচটেপ লাগিয়ে বিশেষ কায়দায় চোলাই মদ পাচারকালে ওই দুই নারীকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামীদের নাম লাভলী বেগম (২৯) এবং মুন্নি বেগম (১৬)। তারা বান্দরবানের আলীকদম উপজেলার বাসিন্দা।

এ বিষয়ে চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনচারুল করিম জানান, অভিযানে গ্রেপ্তারের পর ওই দুই নারীর দেহ তল্লাশি করে তাদের হেফাজতে থাকা শরীরে মোড়ানো অবস্থায় ৫০ লিটার দেশিয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

আসামিদের বরাতে তিনি জানান, তারা চট্টগ্রামের টাইগারপাস এলাকায় বেশি দামে বিক্রয়ের জন্য উদ্ধারকৃত চোলাই মদ নিয়ে যাচ্ছিলো।

শুক্রবার (৩১ মে) আসামীদের রাঙামাটি বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলেও জানান ওসি।

মন্তব্য নেওয়া বন্ধ।