রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড় ধসে সড়কে চলাচল বন্ধ

রাঙামাটিতে পাহাড় ধসে একটি সড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (৬ আগস্ট) সকালে জেলার বাঘাইছড়ি উপজেলার মারিশ্যা-দিঘীনাল সড়কের ১৬ কিলোমিটার দুই টিলা নামক এলাকায় এই ঘটনা ঘটে।

বাঘাইছড়ি উপজেলা নির্বাহী অফিসার রুমানা আক্তার জানান, রাতে ভারী বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে একটি গাছসহ পাহাড়ের মাটি ধসে পড়েছে। খবর পেয়েই সেনাবাহিনী, ফায়ার সার্ভিস ও সড়ক বিভাগকে জানানো হয়েছে। খাগড়াছড়ি সড়ক জনপদ বিভাগের একটি দল ঘটনাস্থলে পৌঁছে মাটি সরানোর কাজ শুরু করেছে। প্রায় দুই ঘণ্টা যাবত সড়কে চলাচল বন্ধ রয়েছে।

তিনি বলেন, এই সড়কের ১৮ কিলোমিটার এলাকা জুড়ে ১০টি পয়েন্টে পাহাড় ধসের ঝুঁকি রয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে লাল পতাকা টানিয়ে স্থানীয় ও সড়কে যাতায়াতকারীদের সতর্ক করা হয়েছে।

খাগড়াছড়ি সওজের নির্বাহী প্রকৌশলী মাকসুদুর রহমান বলেন, মারিশ্যা-দিঘীনালা একমাত্র সংযোগ সড়কটি মারাত্মক ঝুঁকিকে রয়েছে। সকাল থেকেই বৃষ্টিতে ভিজে আমাদের একটি দল সড়কের মাটি সরানো এবং ভাঙন রোধে কাজ করে যাচ্ছে। বুলডোজার ও ভারী যন্ত্রপাতি নিয়ে আরও একটি দল ঘটনা স্থলের যাচ্ছে। সড়কের পুরো মাটি সরাতে একটু সময় লাগবে।

মন্তব্য নেওয়া বন্ধ।