সাইকেলে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণকারী যুবক কাপ্তাই উপজেলার কুক্কিয়াছড়ির বাসিন্দা বীর কুমার তঞ্চঙ্গ্যাকে সংবর্ধনা প্রদান করলো রাঙামাটি জেলা পুলিশ।
রোববার (৬ আগস্ট) রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ তার কার্যালয়ে বীর কুমার তঞ্চঙ্গ্যাকে আমন্ত্রB জানান এবং সংবর্ধনা প্রদান করেন। এ সময় তিনি বীর কুমার তঞ্চঙ্গ্যার এই অর্জনের প্রশংসা করেন এবং অভিনন্দন জানান।
সংবর্ধনা অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- রাঙামাটি জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মারুফ আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) শাহনেওয়াজ রাজু, সহকারি পুলিশ সুপার (রাজস্থলী সার্কেল) সাইকুল আহম্মেদ ভূঁইয়া।
বীর কুমার তঞ্চঙ্গ্যা আবেগাপ্লুত হয়ে বলেন, আমি রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ স্যারসহ জেলা পুলিশের সকলের প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই আমাকে এত সুন্দর আয়োজনে সংবর্ধনা প্রদান করায়।
প্রসঙ্গত, পার্বত্য চট্টগ্রাম থেকে সর্বপ্রথম সাইকেলে মাত্র ৪০ দিনে বাংলাদেশের ৬৪ জেলা ভ্রমণ সমাপ্ত করেন কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের কুকিয়াছড়ির বাসিন্দা বীর কুমার তঞ্চঙ্গ্যা।
মন্তব্য নেওয়া বন্ধ।